খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে মাঝে ভিজিএফ’র চাল বিতরন

Published: 04 Jul 2018   Wednesday   

বুধবার খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।

 

খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হত দরিদ্র পরিবারের মাঝে এসব চাউল বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন, স্থানীয় সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী। এসময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, জেলা শ্রমিক লীগ নেতা নুরুন্নবীসহ পৌরসভার স্ব স্ব ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

 

কর্মসূচির আওতায় পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্থ ৬ হাজার দরিদ্র ও দু:স্থদের মাঝে পরিবার প্রতি ১০ কেজি করে ৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

 

প্রসঙ্গত, গেল ১১ জুন খাগড়াছড়িতে প্রবল বর্ষণে খাগড়াছড়ি পৌরসভার ৯টি ওয়ার্ড প্লাবিত হয়। এতে প্রায় ৬ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্থ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত