লামায় পাহাড় ধসে একই পরিবারের নিহত ৩

Published: 03 Jul 2018   Tuesday   

অবিরাম বৃষ্টিপাতের কারণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে পড়ে নারী-শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার দুপুরের দিকে লামার দুর্গম সরই ইউনিয়নে কালাইয়ার আগা এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লামা উপজেলা সদর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে সরই ইউনিয়নের দুর্গম কালাইয়ের ছড়ায় মঙ্গলবার  বেলা একটার দিকে মাঈন উদ্দিনের বাড়িতে পাহাড় ধসে পড়ে। এ সময় মাটি চাপা পড়ে মাঈন উদ্দিনের ছেলে মোহাম্মদ হানিফ (৩৫), ছেলের বউ রেজিয়া বেগম (২৩) ও নাতনি হালিমা বেগম (৩) নিহত হন। তাঁরা বাগানের কাজ শেষে দুপুরের খাবার খাওয়ার সময় পাহাড় ধসের এ ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

 

উপজলার সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কালাইয়ের আগা এলাকার সদস্য আশ্রাফ আলী বলেছেন, পাহাড়ধসের ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশকে সংবাদ দেওয়া হলেও এলাকাটি দুর্গম হওয়ায় তাঁরা তাৎক্ষণিকভাবে আসতে পারেননি। স্থানীয় লোকজন মাটি সরিয়ে নিহত তিন জনের লাশ উদ্ধার করেছেন।

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা জানান, পাহাড় ধসের পর মাটি চাপা অবস্থা থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত