বান্দরবানে পাহাড় ধসে নিহত ১

Published: 03 Jul 2018   Tuesday   

মঙ্গলবার বান্দরবানে কালাঘাটা বীর বাহাদুর নগর এলাকায় পাহাড় ধসে এক মহিলা নিহত হয়েছে। প্রতিমা রাণী দাশ (৪৫)। এদিকে ভারি বৃষ্টির কারণে বান্দরবান সদরের সাথে রাঙামাটি ও রুমা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

 

নিহতের স্বামী মিলন দাশ জানান, মঙ্গলবার সকালে রান্না-বান্নার কাজ করছিল তার স্ত্রী প্রতিমা রাণী দাশ।  এসময় পাহাড়ের মাটি এসে ঘরের উপর আচড়ে পড়ে। আর তার স্ত্রী মাটির নীচে চাপা পড়ে। এতে তার মৃত্যু হয়েছে। দমকল বাহিনী, পুলিশ ও স্থানীয় উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালায়। আধা ঘন্টা ধরে উদ্ধার কাজ চালিয়ে মাটির নীচ থেকে লাশ উদ্ধার করে। লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এদিকে সোমবার রাত থেকে ভারি বৃষ্টির কারণে রুমা উপজেলা ১২ মাইল নামক এলাকায় পাহাড় ধসে জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছড়া স্বর্ণ মন্দির এলাকার ব্রীজ পানিতে তলিয়ে যাওয়ায় জেলার সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

 

বান্দরবান সদর থানা ওসি গোলাম ছরোয়ার জানান, সোমবার থেকে ভারি বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত