খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা

Published: 02 Jul 2018   Monday   

খাগড়াছড়িতে সোমবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।


খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সিভিল সার্জন শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রতিনিধি ম্যাজিষ্ট্রট মোঃ জাহাঙ্গীর আলম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়–য়া,মাধ্যমিক শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা,প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ। এ ছাড়া ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ,এনজিও প্রতিনিধি,সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। অবহিতকরণ সভায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে পেজেন্টেশন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার খাগড়াছড়ি সার্বিলেন্স টিমের মেডিকেল অফিসার ডাঃ সারোয়ার আলম।


সভায় ৬ থেকে ১১ মাস এবং ১২ মাস থেকে ৫৯ বয়সী শিশুদের জন্য এ প্লাস ভিটামিন ক্যাপসুলের উপকারিতা নিয়ে আলোচনা করা হয়। এই এ প্লাস ক্যাপসুল শিশুদের রাত কানা রোগের পাশাপাশি ডায়রিয়াসহ অন্যান্য রোগের প্রতিরোধ হিসেবে কাজ করে।


আগামী ১৪ জুলাই খাগড়াছড়িতে ৯শ ৯০ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ১শ ৮৩ জন নীল রঙের এক লক্ষ আই ইউ ক্ষমতা সম্পন্ন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮৩ হাজার ৪শ ২জন শিশুকে লাল রঙের দুই লক্ষ আই ইউ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ প্লাস ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।


এ ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পইন অনুষ্ঠান সফল করতে, এছাড়া কোন শিশু যাতে ভিটামিন খাওয়া থেকে বাদ না পড়ে সেই জন্য খাগড়াছড়ি সিভিল সার্জন ডাঃ শাহ আলম সকলের সহযোগীতা কামনা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত