দীঘিনালায় সেনাবাহিনীর রিক্রুট সদস্যদের প্রশিক্ষন শেষে শপথ গ্রহন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত

Published: 28 Jun 2018   Thursday   

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর এডোক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারে চতুর্থ ব্যাচের প্রশিক্ষন শেষে শপথ গ্রহন ও কুচকাওয়াজ আজ অনুষ্ঠিত হয়েছে। এতে সারাদেশের ইষ্টবেঙ্গল রেজিমেন্টের ৯৯০ জন সদস্যকে ৬ মাসের এই প্রশিক্ষন দেয়া হয়।

 

প্রশিক্ষন শেষে বৃহস্পতিবার সকালে শপথ গ্রহন ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল জাহাঙ্গির কবির তালুকদার।

 

এসময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে: কর্ণেল তাজুল ইসলামসহ উর্ধতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি প্রশিক্ষিত নবীন সেনা সদস্যদের মৌলিক শিক্ষার লব্দ জ্ঞানকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত