মহালছড়িতে বন্যায় কবলিত রোগিদের চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী

Published: 23 Jun 2018   Saturday   

শনিবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম নুনছড়ি এলাকার থলিপাড়া নামক গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন মহালছড়ি জোনের সেনাবাহিনী।

 

মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন ইমরান জুয়েল এর নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে নুনছড়ি এলাকার থলিপাড়া নামক গ্রামে ২ শত ৫০ জনের মতো নারী পুরুষকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।

 

আরএমও ক্যাপ্টেন ইমরান জুয়েল সাংবাদ কর্মীদের বলেন, সম্প্রতি টানা বর্ষণে সৃষ্ট বন্যার কারণে পানি বাহিত বিভিন্ন রোগে আক্রান্ত ক্ষতিগ্রস্ত গরীব ও দুস্থ পরিবারের মাঝে চিকিৎসাসেবা প্রদানের উদ্দেশ্যে দুর্গম উচুঁ নিচু পাহাড়  পাড়ি দিয়ে মহালছড়ি জোনের সেনাবাহিনীর একটি টিম থলিপাড়া নামক গ্রামে গিয়ে চিকিৎসা প্রদান করা হয় বলে জানান।

 

তিনি আরো বলেন, সেনাবাহিনীরা নিরাপত্তা ও আইনশৃংখলা রক্ষার পাশাপাশি পাহাড়ে সব সময় সেবামূলক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এলাকায় শান্তি বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত