মগবানের টর্নেডোতে ৩টি বাড়ী বিধস্ত,গাছগাছালির ব্যাপক ক্ষয়ক্ষতি

Published: 14 Jun 2018   Thursday   

বৃহস্পতিবার দুপুরের দিকে রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়ন দিয়ে টর্নেডো বয়ে যায়। এতে তিনটি বাড়ী বিধস্ত ও ব্যাপক গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের ডেপ্পোছড়ি ও গলাছড়ি পাড়ার উপর দিয়ে  আকস্মিক টর্নেডো বয়ে যায়। তিনটি বসত বাড়ীর মধ্যে দুটি বাড়ী সম্পূর্ন বিধস্ত হয় ও একটি বাড়ী আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে টর্নেডোর কারণে দুই গ্রামে গাছগাছালিসহ ব্যাপক ফলমুলের ক্ষয়ক্ষতি হয়েছে।

 

মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চাকমা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে টর্নেডোর কারণে মগবান ইউনিয়নের ডেপ্পোছড়ি ও গলাছড়ি পাড়ার উপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঘুর্নি ঝড়ে ৩টি বসত বাড়ী বিধস্ত হয়েছে। এছাড়া বিভিন্ন প্রজাতির গাছগাছালিসহ ফলমুলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহত কেউই হয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত