বরকলে ভাল্লুকের আক্রমনে জুমচাষী আহত

Published: 07 Jun 2018   Thursday   

জুমে হলুদ রোপন করতে গিয়ে ভাল্লুকের আক্রমনে ফানাস চাকমা (২৮) নামে এক জুমচাষী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রাঙামাটির রবরকল উপজেলার সীমান্তর্বতী আইমাছড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে।


বুধবার দুপুরে নোয়াপাড়া গ্রামের বোধিসত্ব চাকমার ছেলে ফানাস চাকমা তার স্ত্রীকে নিয়ে জুম ক্ষেতে হলুদ রোপন করতে যায়। হলুদ রোপন শেষে জুমের পাশে ছড়াতে খাবার পানি আনতে গেলে হঠাৎ এক ভাল্লুক তাকে আক্রমন করে এবং মুর্মুয অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্বামীর আসতে দেরী হওয়ায় তার স্ত্রী খুঁজতে গেলে ছড়াতে মুর্মুয অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে এলাকার লোকজন কে খবর দিয়ে ফানাস চাকমাকে বাড়িতে নিয়ে আসে। ভাল্লুকটি ফানাস চাকমাকে মুখে বুকে ও হাতে কামড় দিয়ে মারাত্মকভাবে জখম করে। আহত অবস্থায় ফানাস চাকমাকে প্রথমে বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে পরে জেলা সদরের হাসপাতালে পাঠানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত