লামায় বন্য হাতির আক্রমনে এক গৃহ বধূ নিহত

Published: 03 Jun 2018   Sunday   
no

no

টিউবওয়েল থেকে খাওয়ার পানি আনতে গিয়ে বন্য হাতির আক্রমনে সাকেরা বেগম(৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

 

শনিবার রাত সাড়ে ৯ টার সময় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলির আগা নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার ১০ বছর পূর্বে একই স্থানে বন্য হাতির আক্রমনে নিহত সাকেরা বেগমের স্বামী আশ্রাব আলীরও হাতির আক্রমনে একই ভাবে মৃত্যু হয়।

 

নিহত শাকেরা বেগম পাখি (৪৫) লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলির আগা এলাকার মৃত আশ্রাফ আলীর স্ত্রী।

 

উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, সাকেরা বেগম শনিবার রাত সাড়ে ৯টার সময় বাড়ি থেকে প্রায় দেড়হাজার গজ দূরে নিজেদের টিউবওয়েল থেকে খাওয়ার পানি আনতে যায়। পানি কলস নিয়ে বাড়িতে ফিরে আসার সময় একটি বন্য হাতি সামনে পড়ে যায়। সাকেরা ভয়ে চিৎকার দিলে বন্য হাতিটি এগিয়ে গিয়ে হাতির সুড় দিয়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলেই সাকেরা বেগম মারা যায়। বন্য হাতিটি ঘটনাস্থল থেকে সরে গেলে কিছুক্ষণ পরে পরিবারের লোকজন গিয়ে তার লাশ উদ্ধার করে জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়।

 

 লামা থানার পরিদর্শক অপ্পেলা রাজু নাহা বলেন, ঘটনাটিস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশের প্রাথমিক সুরহাতাল রিপোর্ট তৈরি শেষ লামা থানায় ৩ জুন একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এ ঘটনার ১০ বছর পূর্বে একই স্থানে নিহত সাকেরার স্বামীও বন্য হাতি আক্রমনে নিহত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত