কাপ্তাইয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৩৪ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Published: 22 May 2018   Tuesday   

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের মঙ্গলবার কাপ্তাইয়ে ৩৪ পরিবারকে স্বাবলম্বী করে তুলতে আর্থিক সহায়তা প্রদান করেছে। 

 

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট, রাঙামাটি ইউনিটের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান। আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের মাঠ কর্মকর্তা মেজবাহ উদ্দিন, মাঠ কর্মকর্তা রাসেল বনিক, রাঙামাটি ইউনিটের সহকারী পরিচালক নুর করিম, সহকারী পরিচালক আবদুল করিম, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, মোঃ সরোয়ার হোসেন, ইউপি সদস্য মাহবুব আলম প্রমুখ।


অনুষ্ঠানে কোসেক (ইকোনোমিক সিকিউরিটি) প্রকল্পের সোস্যাল র‌্যাংকিং কার্যক্রমের আওতায় শিলছড়িস্থ হাজীর টেকে ৩৪ জন হতদরিদ্রকে মাথাপিছু ৩০ হাজার টাকা প্রদান করা হয়।


অফেরতযোগ্য ওই টাকা দিয়ে হতদরিদ্র পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার একটি সুযোগ পেল। রেডক্রিসেন্ট সোসাইটি এ সুযোগ করে দেয়ায় তারা অত্যন্ত খুশি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত