দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ’র সাবেক কর্মী নিহত

Published: 22 May 2018   Tuesday   

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের গুলছড়ি রাখাল মহাজন পাড়ায় দুর্বৃত্তের গুলিতে উজ্জ্বল কান্তি চাকমা ওরফে মার্শাল (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটেছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে  নিজ বাড়ি থেকে তুলে নিয়ে অর্ধেক রাস্তয়  গুলি করে হত্যার পর পালিয়ে যায়।হত্যার শিকার উজ্জ্বল কান্তি চাকমা রাখাল মহাজন পাড়ার মৃত গৌতম বুজ্জে চাকমার ছেলে।

 

প্রসিত খীসা’র নেতৃত্বাধীন ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় নিহত মার্শালকে নিজেদের সাবেক কর্মী দাবি করে হত্যাকান্ডের জন্য গুলি করে হত্যার ঘটনায় জেএসএস সংস্কারবাদীদের একটি সশস্ত্র দলকে দায়ি করে দায়ী করেছেন।  প্রেস বার্তায় সংস্কারবাদী নামক জুম্ম রাজাকারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলা হয়, কোন অন্যায় চিরস্থায়ী হতে পারে না, সংস্কারবাদীরাও একদিন রাজাকার আলবদরদের মতো ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। তবে এমএন লামরা গ্রুপের জেএসএস-এর তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা ঘটনার দায় অস্বীকার করেছেন।

 

দীঘিনালা থানার ওসি শামসুদ্দিন ভূইয়া জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স গিয়েছিল। হয়তো তার আগেই নিহত ব্যক্তিকে দাহ করে ফেলা হতে পারে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত