নানিয়ারচরে বর্মাসহ ৫ খুনের ঘটনায় আটক দুজনকে রিমান্ডে

Published: 15 May 2018   Tuesday   

রাঙামাটির নানিয়ারচরে গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৫ জন নিহতের ঘটনায় আটক দুজনের মধ্যে এক জনকে  তিন দিনের এবং অপরজনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

 

রাঙামাটি জেলা জজ আদালতের কোর্ট ইনসপেক্টর মোহাম্মদ আসরাফিল মজুমদার জানান, রাঙামাটি নানিয়ারচরের বেতছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৫ জন  হত্যাকান্ডের ঘটনায় আটক কতুকছড়ি ইউপি সচিব কিরণ জ্যোতি চাকমাকে মঙ্গলবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জাহিদ আহমেদের আদালতে তোলা হয়। এতে  আদালতের কাছে পুলিশ ৭ দিনের রিমান্ডের রিমান্ডের আবেদন জানালে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে একই হত্যাকান্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(সন্তু লারমা) কার্যালয়ের ষ্টাফ সদস্য সুঅতিশ চাকমা ওরফে তন্টু মনিকে একই আদালতে তোলার পর আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।  

 

উল্লেখ্য, গেল ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির সহ-সভাপতি শক্তিমান চাকমাকে দুর্বৃত্তরা ব্রাশফায়ারে নিহত হন। পরদিন ৪ মে শক্তিমানের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান করতে যাওয়ার সময় উপজেলার বেতছড়ি এলাকায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৫ জন নিহত হন।

 

এ ঘটনায় ইউপিডিএফের প্রধান প্রসীত বিকাশ খীসাসহ ১১৮ জনের নাম উল্লেখ করে নানিয়ারচর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।  গেল ১০ মে তপন জ্যোতি চাকমাসহ ৫ জনকেে হত্যার ঘটনার এজাহার ভূক্ত আসামী ও কতুকছড়ি ইউপি সচিব কিরণ জ্যোতি চাকমা  ও একই হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে সুঅতিশ চাকমা ওরফে তন্টু মনিকে চাকমাকে আটক করে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত