পাহাড়ে এখনো নারীদের সমমর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হয়নি

Published: 08 Mar 2015   Sunday   

 

কৃষি,সরকারী-বেসরকারী চাকুরী ও রাজনীতিতে পাহাড়ে নারীদের অংশ গ্রহন ও কিছু কিছু ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন বাড়লেও সমমর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হয়নি। তারপরও থেকে থেমে নেই পাহাড়ের নারীরা। এগিয়ে যাচ্ছে পাহাড়ের নারীরা।

 

অনুসন্ধানে জানা যায়,তিন পার্বত্য রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবানে দশ ভাষাভাষি ১৩টি ক্ষুদ্র ক্ষুদ্র আদিবাসী জাতিসত্বা ছাড়াও বাঙালী সম্প্রদায়ে বসবাস। এ তিন জেলায় জনসংখ্যা রয়েছে ১৫ লাখের উপরে। এর মধ্যে অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ। বর্তমানে এ তিন পার্বত্য জেলায় কৃষি,সরকারী-বেসরকারী চাকুরী ও রাজনীতিতে নারীদের অংশ গ্রহন ও কিছু কিছু ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন বেড়েছে। সেক্ষেত্রে নারীদের এখনো সকল ক্ষেত্রে সমমর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হয়নি। তবে তিন পার্বত্য জেলায় বিশেষ করে আঞ্চলিক রাজনৈতিক দল এবং বেসরকারী সংগঠন (এনজিও)-তে নারীদের সরব অবস্থান লক্ষ্যনীয়। নারী অধিকার নিয়ে কাজ করেন, এমন সংগঠনও কম নয়। তবে বেশীরভাগ ক্ষেত্রে এসব সংগঠন নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সভা-সমাবেশ-মিছিল এবং সংবাদ সম্মেলনেই বেশী সক্রিয় থাকতে দেখা যায়।


বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে পার্বত্য চট্টগ্রামে বেড়ে চলেছে নারীর প্রতি সহিংসতা। প্রতিনিয়ত শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি, ধর্ষণচেষ্টা এবং ধর্ষণের পর হত্যার মতো রোমহর্ষক ঘটনা ঘটে চলেছে। আবার এসব সহিংসতার সুষ্ঠু তদন্ত এবং বিচারের নজিরও একেবারে কম। বেসরকারী এক পরিসংখ্যানে দেখা গেছে, বিগত ২০১৩ এবং ২০১৪ সালে তিন পার্বত্য জেলায় কমপক্ষে দেড় শতাধিক নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। কিন্তু এসবের মধ্যে অধিকাংশ মামলারই সুষ্ঠু তদন্ত যেমন হয়নি তেমনি হয়নি কারো দৃষ্টান্তমুলক শাস্তি।


সূত্র মতে,স্বাধীনতার পর ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদে রাঙামাটির সুদীপ্তা দেওয়ানকে সংরক্ষিত কোটায় সংসদ সদস্য মনোনীত করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে চাকমা রাজ পরিবারের বরেণ্যে নারী রাজমাতা বিনীতা রায় রাষ্ট্রপতির উপদেষ্টা মনোনীত হন। বান্দরবানের রাজনীতিবিদ ম্যামাচিং ১৯৯১ সালে জাতীয় সংসদে সংরক্ষিত নারী সদস্য এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারীর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত ১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্যচুক্তির মাধ্যমে ১৯৯৮ সালে গঠিত ‘পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ’-এ তিন জন নারী সদস্য অর্ন্তভুক্ত হন। এই তিনজন হলেন উমে মগ, রওশন আরা বেগম এবং উনু প্রু।


দশম জাতীয় সংসদে তিন পার্বত্য জেলায় প্রথম বাঙ্গালি নারী ফিরোজা বেগম চিনু সংরক্ষিত সদস্য নির্বাচিত হন। বর্তমান অন্তবর্তী তিন পার্বত্য জেলা পরিষদে নারী সদস্য অর্ন্তভুক্তির বিধান থাকলেও  শুধুমাত্র রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের একজন সদস্য (শামীমা রশীদ) হিসেবে নির্বাচিত করা হয়েছে। আদিবাসীদের প্রথাগত সামাজিক নেতৃত্ব হেডম্যান ও কার্বারী (গ্রামপ্রধান) হিসেবেও আছেন অনেক নারী। গত কয়েক বছরে চাকমা সার্কেলে ৭০ থেকে ৮০ জন নারীকে গ্রামপ্রধান নিযুক্ত করা হয়েছে। তাছাড়া তিন পার্বত্য জেলার সরকারী ও বেসরকারী চাকুরিতে নারীদের অবস্থান অন্যসব জেলার চেয়ে বেশ এগিয়ে রয়েছেন। তবে ক্ষমতা কাঠামোতে এতোসব নারীর অবস্থান থাকলেও পাহাড়ে নারী নির্যাতন কমছে না কোন ভাবেই।


বেসরকারী একটি সংগঠনের প্রতিবেদনে দেখা গেছে, রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে বান্দরবানের আলীকদম. লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় নারী নির্যাতনের মাত্রা ভয়াবহভাবে বেড়ে চলেছে। আবার খাগড়াছড়ির বিভিন্ন উপজেলাতেও প্রতিবছর নারীর প্রতি সব ধরনের সহিংসতা বাড়ছে। রাঙামাটির কাউখালী, লংগদু এবং বাঘাইছড়িতেও নারী ও শিশু নির্যাতনের নজির কম নয়। কিন্তু ওই প্রতিবেদনে সময়মতো মামলার রায় হয়েছে বা সুষ্ঠু তদন্ত হয়েছে, অপরাধীর সাজা হয়েছে; এমন নজির মেলেনি। উপরন্তু উল্লেখ করা হয়েছে, যতো দ্রুত অভিযুক্তদের আটক করা ততো দ্রুতসম সময়ে অভিযুক্তরা জেল থেকে বেরিয়েছেন।


ইউপিডিএফ নেতা নিরন চাকমা বলেন, পর্যটনে নারীকে পণ্য হিসেবে ব্যবহারের প্রবণতা বন্ধ করতে হবে। বিভিন্ন মেলা, প্রদর্শনী ও সাংস্কৃতিক ইভেন্টের নামে পাহাড়ি মেয়েদের প্রলোভিত করছে একটি মহল। চিহ্নিত এই অপশক্তিকে সামাজিকভাবে বর্জন এবং তাদের অপকর্ম রোধ করতে হবে। তিনি এ ধরনের অপতৎপরতার ফলে নারীর প্রতি নানামুখী অবমাননাকর কার্যকলাপ বাড়ছে বলেও মনে করেন।


নারীনেত্রী এ্যাডভোকেট সুস্মিতা চাকমা বলেন,পাহাড়ে বাংলাভাষীদের হাতে নারী ও শিশু নির্যাতন বেড়েই চলেছে। একইভাবে বাঙ্গালির হাতে বাঙ্গালি নারী ও শিশু নির্যাতনের প্রবণতাও বাড়ছে। তিনি খাগড়াছড়ির কমলছড়িতে ধর্ষণের পর গৃহবধু সবিতা চাকমা হত্যাকান্ডের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার উদাহরণ টেনে বলেন, এখানে অহেতুক সব ঘটনাকে রাজনৈতিকীকরণ বা সাম্প্রদায়িকীকরণের মতো ম্যানুপুলেট করা হচ্ছে। এটি খুবই বাজে প্র্যাকটিস। তিনি আরও জানান, আইন আছে অথচ প্রয়োগ নেই। প্রতিটি মামলার ক্ষেত্রেই যে ধর্ষণের আলামত জরুরী হয়ে উঠেনা। অন্যসব আলামত দিয়েও বিচার চলতে পারে এবং আইন অনুযায়ী সাজা হতে পারে। কিন্তু পার্বত্য এলাকায় নারী ও শিশু নির্যাতনকে মনে হয়, অনেকটা বিচারহীনতার আওতায় পড়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে নারীদের মনোজগতে আইনের শাসন ও বিচার ব্যবস্থার প্রতি বিরাগ বেড়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।


নারীনেত্রী শেফালিকা ত্রিপুরা বলেছেন, পার্বত্যাঞ্চলে নারীরা জাতীয় সংসদ থেকে স্থানীয় সরকার কাঠামোতে প্রবেশগম্যতা নিশ্চিত করতে পারলেও সামগ্রিকভাবে নারী সমাজের অবস্থা পাল্টাতে কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। এর কারণ হিসেবে তিনি রাজনৈতিক দল ও প্রশাসনের ‘পুরুষতান্ত্রিক’ মানসিকতাকে দায়ী করেন।


বান্দরবানের নারীনেত্রী ও বোমাং রাজ পরিবারের সদস্য ডনাই প্রু নেলী বলেন, পার্বত্য চট্টগ্রামের ক্ষমতা কাঠামোতে অনেক নারীর শক্তিমান অস্থান থাকলেও তাঁরা সবাই মনোনীত। ফলে তাঁরা নিজ দলের সিদ্ধান্ত এবং রাজনৈতিক কৌশলের কাছে সবাই বন্ধী থাকতে হন। তিনি পার্বত্য এলাকায় অনিয়ন্ত্রিত এবং আরোপিতভাবে পর্যটন বিকাশকে টিনএজ নারীদের জন্য রীতিমতো আশংকায় মনে করছেন।


টুকু তালুকদার বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো ভয়াল আক্রমনের শিকার হচ্ছেন দরিদ্র এবং প্রান্তিক মানুষরাই। এসব জনগোষ্ঠির খাদ্য-বস্ত্র আর খাবার যোগাড় করতেই নাভিশ্বাস উঠে। তার ওপর অপরাধের শিকার হয়ে মেডিকেল রির্পোট, আইনী ঝুট-ঝামেলা, পুলিশী জিজ্ঞাসাবাদ, আদালতে সাক্ষ্য দেয়া; এগুলোতে রীতিমতো চ্যালেঞ্জিং। এতোসবের পর বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং মামলায় হেরে যাবার আশংকা তো আছেই। ফলে অনেক সময় সবল অপরাধীদের কাছে হার মানতে বাধ্য হচ্ছেন অপরাধের শিকাররা।


খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মোঃ মিজানুর রহমান দাবী করে বলেন, খাগড়াছড়িতে বিগত সময়ে সংঘটিত নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযুক্তদের গ্রেফতার এবং ক্ষতিগ্রস্তদের ভিকটিম সার্পোট সেন্টারের মাধ্যমে সেবা দেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত