খাগড়াছড়িতে ওয়ার্ড কাউন্সিলর আটক; শহরে বিক্ষোভ

Published: 08 May 2018   Tuesday   

সরকারি জমি দখলের চেষ্টা, কাজে বাঁধা ও জেলারকে মারধর করার অভিযোগে খাগড়াছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদকে  মঙ্গলবার আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি। এদিকে আটকের প্রতিবাদে শহরে বিক্ষোভ করেছে সংগঠনটি।

 

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ইসলামপুর সংলগ্ন জেলা কারাগারের নিচে জায়গা দখল করতে গেলে যায় মজিদ। এসময় কারাগারের লোকজন বাঁধা দিতে গেলে মজিদ জেলারের আবু ফাতাহকে মারধর করেন। এসময় তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটক মজিদকে কারাগারে পাঠানো হয়েছে।

 

 খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাৎ হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশ, কাজে বাঁধা ও জেলারকে মারধরের ঘটনায় জেলার আবু ফাতাহ বাদী হয়ে থানায় মামলা করেছেন।

 

এদিকে ঘটনার প্রতিবাদে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। মিছিলটি ইসলামপুর এলাকা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখে সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ, নজরুল ইসলাম প্রমুখ।

 

সমাবেশ থেকে অবিলম্বে আব্দুল মজিদকে মুক্তি ও জেলার আবু ফাতাহ এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষনার হুশিঁয়ারী  উচ্চারণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত