বিলাইছড়িতে এসএসসিতে পাশের হার ৭৪ দশমিক ৮৮ শতাংশ

Published: 06 May 2018   Sunday   

এসএসসি পরীক্ষার  বিলাইছড়ি উপজেলায় জিপিএ-৫ কোন শিক্ষার্থী না পেলে এবার পাশের হার শতকরা ৭৪ দশমিক ৮৮ রয়েছে।

 

মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যানুযায়ী বিলাইছড়ি উপজেলায় বিলাইছড়ি মডেল উচ্চ বিদ্যালয় নামে একটি মাত্র বিদ্যালয় রয়েছে। তবে সম্প্রতি জেলা পরিষদের উদ্যোগে দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয় নামে আরেকটি নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে।

 

বিলাইছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান,এই একটি মাত্র বিদ্যালয় থেকে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় মোট ২২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এখান থেকে ১৬৭ জন শিক্ষার্থী  পাশ  এবং  ৫৬ জন শিক্ষার্থী ফেল করেছে। যা গত বছরের  রেজাল্টের চেয়ে তুলনামুলকভাবে  পাশের হার কমেছে।

 

পরীক্ষার ফলাফল বিষয়ে বিলাইছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, পরীক্ষা চলাকালীন সময়ে বিলাইছড়ির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত ছিল। কিছু শিক্ষার্থী মামলার অধীনে থাকার কারণে ভয়ে হয়তো পরিক্ষার্থীরা ঠিক ভাবে পড়াশোনা করতে পারিনি। যার ফলশ্রুতিতে এই বছর পাশের হার গেল বছরের চেয়ে খারাপ হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত