শক্তিমান ও বর্মাসহ ৪ সদস্যর মৃত্যুর ঘটনাটি দুঃখজনক,রহস্যজনক-ইউপিডিএফ

Published: 05 May 2018   Saturday   

রাঙামাটিতে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএন লারমা গ্রুপের জেএসএসের নেতা শক্তিমান চাকমা ও অজ্ঞাতনামা ব্যক্তিদের হামলায় তপন জ্যোতি চাকমা বর্মাসহ গণতান্ত্রিক ইউপিডিএফ ও এমএন লারমা জেএসএস`র ৪ সদস্যের মৃত্যু ও ৮ জনের জখম ঘটনাকে দুঃখজনক, অনভিপ্রেত এবং রহস্যজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে ইউপিডিএফ। বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি ও দোষীদের ধরার নামে নিরপরাধ কাউকে হয়রানি না করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।


শনিবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা জানান।


উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনার সাথে ইউপিডিএফ’কে দায়ী করে অপরিণামদর্শী ভাবাবেগতাড়িত বক্তব্যর তীব্র নিন্দা ও আপত্তি জানিয়ে বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি জটিল করে ঘোলা জলে মাছ শিকারের মতলবে পরিকল্পিতভাবে হত্যাকান্ডসহ নানা ঘটনা সংঘটিত করা হচ্ছে। পাশাপাশি গণশত্রুদের গুজব-অপপ্রচার ও সকল অপতৎপরতা ব্যর্থ করে দিয়ে অধিকার আদায়ের আন্দোলন এগিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে।


বিবৃতিতে দাবী করা হয়, মিঠুন-প্লুটো-সুনীল বিকাশ ত্রিপুরাসহ ১০ জনকে খুন, বিভিন্ন অপকর্ম বিশেষত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি-দয়াসোনা’কে অপহরণের ঘটনায় নিজেদের যোগসাজশ অপকর্ম ফাঁস হয়ে পড়লে কায়েমী স্বার্থবাদী চক্র বেকায়দায় পড়ে যায়। নিজেদের অপরাধ আড়াল করতে যে পন্থায় শাসক চক্র নিজেদের সৃষ্ট দালালদের বলি দিয়ে থাকে, শক্তিমান-বর্মার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না।


পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতিতে দলীয় কর্মী-সমর্থক ও জনগণকে শান্ত থেকে ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবিলাপূর্বক পূর্ণস্বায়ত্তশাসনের লক্ষ্যে অবিচল থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সকল ধরনের খপ্পড় থেকে বেরিয়ে এসে জনগণের বৃহত্তর স্বার্থে চিহ্নিত দুর্বৃত্তদের সংশ্রব পরিত্যাগ করে অধিকার আদায়ের লড়াইয়ে যুক্ত হতে জনসংহতি সমিতি (লারমা)-এর কর্মী বাহিনীকে বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত