খাগড়াছড়তিে রোববার সকাল-সন্ধ্যা হরতাল

Published: 05 May 2018   Saturday   

 

মাইক্রো চালক সজিব হত্যাকারীদের গ্রেপ্তার ও অপহৃত ৩ ব্যবসায়ীকে উদ্ধারের দাবীতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য অধিকার ফোরাম ও বাঙ্গালী ছাত্র পরিষদ। শনিবার দুপুরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ থেকে এ হরতাল কর্মসূচীর ঘোষনা দেয়া হয়েছে।

 

মিছিলকারীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শাপলা চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ করে। পার্বত্য অধিকার ফোরামের আহবায়ক মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা,পার্বত্য অধিকার ফোরামের মাটিরাঙ্গা আহবায়ক হেলাল উদ্দিন ও কলেজ প্রতিনিধি মো: ইব্রাহীম খলিল ও সোহেল রানা প্রমূখ।

 

বক্তারা, ইউপিডিএফকে নিষিদ্ধের দাবী জানিয়ে অচিরেই অপহৃত ৩ বাঙ্গালী ব্যবসায়ী উদ্ধার ও মাক্রোবাস চালক হত্যাকারীদের গ্রেপ্তারের দাবী এবং সেই সাথে  রোববারের মধ্যে জড়িতদের আটক করতে ব্যর্থ ও অপহৃতদেদর উদ্ধার করা না হলে কঠোর কর্মসূচীর দেওয়ারও ঘোষনার হুমকি দেন। 

 

উল্লেখ্য, দুর্বৃত্তদের গুলিতে নিহত নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমার দাহক্রিয়ায় মাক্রোবাস যোগে যাওয়ায় পথে রাঙামাটির নানিয়ারচর এলাকার বেতছড়ি এলাকায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে শুক্রবার গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান  তপন জ্যোতি চাকমা বর্মা ও মাক্রোবাস চালক মো: সজিব হোসেনসহ ৫ জন নিহত হয়। এছাড়া গেল ১৬ এপ্রিল মহালছড়ির মাইসছড়িতে কাঠ কিনতে গিয়ে ৩ বাঙ্গালী ব্যবসায়ীকে দুর্বৃত্তরা অপহরণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত