এমএন লারমা গ্রুপের জেএসএসের নিন্দা ও প্রতিবাদ

Published: 04 May 2018   Friday   

নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমাকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেছে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (জেএসএস)।

 

বৃহস্পতিবার দলের তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার পৌনে ১১টার দিকে এ্যাড. শক্তিমান চাকমা, পিতা, কমলাক্ষ চাকমা (বাত্যা কার্বারী) কার্যালয়ের সামনে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়। তার সাথে থাকা নানিয়ারচর থানা কমিটির সাংগঠনিক সম্পাদক রূপম দেওয়ান, পিতা, মহানন্দ দেওয়ান কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।


বিবৃতিতে অভিযোগ করা হয়, ইউপিডিএফের সভাপতি প্রসিত বিকাশ খীসা, সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা, আনন্দ প্রকাশ চাকমা ও রঞ্জন মনি (আদি) চাকমার সিদ্ধান্তে জনসংহতি সমিতির নেতাদের খুন করার নির্দেশ দেওয়া হয়। রঞ্জন মনি (আদি) চাকমা বর্তমানে ইউপিডিএফ -এর কোম্পানি কমান্ডার। তিনি মোবাইল ফোনে বিভিন্ন ইউনিটে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর লক্কোচ চাকমা, ডাক নাম বাবু চাকমা দলীয় নাম অর্পন চাকমা (কালেক্টর), একজন সহকারী নিয়ে মোটর সাইকেল যোগে দুই ঝোলা কাঁধে রেখে এ্যাড. শক্তিমান চাকমাকে খুব সামনে থেকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

 

বিবৃতিতে বর্বরোচিত ও ন্যাক্কারজনক হত্যাকান্ডের জন্য সন্ত্রাসী ও হত্যাকারী সংগঠন ইউপিডিএফ সরাসরি দায়ী উল্লেখ করে হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের অনতি বিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোড় দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত