কাপ্তাই হ্রদের পানি থেকে বন্য হাতি শাবকের মৃত দেহ উদ্ধার

Published: 04 May 2018   Friday   

রাঙামাটির কাপ্তাই উপজেলার শুকনাছড়ি এলাকার  কাপ্তাই হ্রদ থেকে বুধবার সন্ধ্যায় একটি মৃত শাবক হাতি উদ্ধার করেছে বন বিভাগ।পাহাড় থেকে পড়ে হ্রদের পানিতে ডুবে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

 

কাপ্তাই রাইং খিয়ং ষ্টেশন কর্মকর্তা আবদুল মালেক হাতির মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পাহাড়ি পথে চলাচল করার সময় সম্ভবত  ২ থেকে ৩ দিন আগে পা পিছলে  হ্রদে পড়ে পানিতে ডুবে ১০ থেকে ১২ বছর বয়সের হাতিটির মৃত্যু হয়েছে। শুকনাছড়ি সংলগ্ন হ্রদের ওই স্থানে কচুরিপানার মধ্যে পড়ে গেলে হাতিটি আর উঠতে পারেনি। তার পায়ে আঘাত লাগার চিহ্ন রয়েছে।

 

খবর পেয়ে বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে ছুটে যান পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা তৌফিকুল ইসলাম, কাপ্তাই রেন্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, রাইংখিয়ং ষ্টেশন কর্মকর্তা আবদুল মালেকসহ বনবিভাগীয় কর্মীরা। পরে মৃত হাতিটিকে হ্রদ থেকে তুলে বুধবার রাতেই শুকনাছড়ি এলাকায় পুঁতে ফেলা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত