খাগড়াছড়িতে পিসিপিসহ তিন সংগঠনের বিক্ষোভ-সমাবেশ

Published: 30 Apr 2018   Monday   

রামগড়ে সাম্প্রদায়িক হামলা  প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও  বিচারের দাবিতে মঙ্গলবার খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) সহ তিনটি সংগঠন।

 

পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মিছিলটি খাগড়াছড়ি জেলা শহর স্বনির্ভর বাজার ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কার্যালয়ের সামনে থেকে শুরু করে নারাঙহিয়া রেড স্কোয়ার হয়ে উপজেলা কার্যালয় প্রদক্ষিণ করে আবারও একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ডিওয়াইএফ-এর খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা।

 

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ক্ষুদ্র ক্ষদ্র জাতিসত্তা জনগণ কোথাও নিরাপদ নয়। দেশের একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে দিয়ে গুম-খুন-অপহরণ, বাড়ী ঘরে অগ্নিসংযোগ-লুটপাটের মত ঘটনা অহরহ ঘটছে। সেই সাম্প্রদায়িক গোষ্ঠীদের মদদ দিয়ে যাচ্ছে একটি মহল।

 

বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবি জানান।

 

রোববার রাতে রামগড় উপজেলা সদর ইউনিয়ন লালছড়ি সাধু পাড়ায় ত্রিপুরা অধ্যুষিত পাহাড়িদের গ্রামে এক দল পূর্নবাসিত বাঙালী প্রবেশ করে বাড়ী-ঘরে হামলা-ভাঙচুর-তল্লাশি ও ব্রজ কুমার ত্রিপুরা নামের এক জনকে বাড়ী থেকে ধরে নিয়ে যায় বলে প্রেস বার্তায় অভিযোগ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত