লামায় ১১শত মুরগীর বাচ্চা পুড়ে ছাই

Published: 30 Apr 2018   Monday   

বান্দরবানের লামা উপজেলায় হিমছড়ি এলাকায় দু`টি পোল্টি খামারে আগুনে লেগে ১৯ দিন বয়সি ১১শত পোল্ট্রি মুরগি পুড়ে  গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ খামার মালিক মো. কামাল হোসেন। সোমবার  বিকাল ৩টায় উপজেলার সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

উপজেলার সরই ইউনিয়ের ক্যায়াজু পাড়া পুলিশ ফাঁড়ির আইসি মোঃ আবুল কাসেম জানান, সোমবার বিকাল আড়াইটার দিকে কাল বৈশাখী ঝড় শুরু হয়। কাল বৈশাখী ঝড়ের আধা ঘন্টা পর কামাল হোসেনের দুটি মুগীর খামারে আগুণ লাগলে খামারটি পড়ে যায়। আগুনে ১৯ দিন বয়সি ১১শত মুরগীসহ ৫০ বস্তা মুগীর খাবার পুড়ে যায়। এতে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে। ধারনা করা হচ্ছে মুগীর খামারে পাশে নির্মান শ্রমিকেরের চুলার আগুণ থেকে এ আগুণের সূত্রপাত  ঘটতে পারে।

 

খামারের মালিক মোঃ কামাল হোসেন জানান, কাল বৈশাখী ঝড়ো হাওয়ার সময় খামারের পাশে নির্মান শ্রমিকের চুলার আগুন থেকে আগুণ লেগে তার ২ দুটি পোল্টি খামার পুড়ে গেছে। এতে ১২শত মুগীর মধ্য ১শত মুরগী জীবিত উদ্ধার করতে পারলেও বাকী ১১ শত মুরগী পুড়ে মারা গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত