লামার দূর্গম এলাকা আলোকিত করতে সোলার বিতরণ করলেন বীর বাহাদুর এমপি

Published: 29 Apr 2018   Sunday   
no

no

লামা উপজেলার সরই ইউনিয়নে  শনিবার বিকালে বিদ্যুৎ বিহীন পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে সৌর বিদ্যুৎ এবং দুস্থ কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

 

শনিবার লামা উপজেলার সরই ইউনিয়ন পরিষদের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীরবাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সৌর বিদ্যুৎ ও স্প্রে মেশিন বিতরণ করেন।

 

ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, লামা উপজেলা আওয়ামীলীদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, উপজেলা নির্বাহী অফিসার নুর-এ জান্নাত রুমি, পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, ফাতেমা পারুল, লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, মো. জসিম উদ্দিন, বাথোয়াইচিং মার্মা সহ প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে কয়েক হাজার পাহাড়ি-বাঙ্গালী জনগণ অংশ নেয়।

 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিদ্যুৎ বিহীন ৪২টি পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ ও ১০০ দুস্থ কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীরবাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য চট্রগ্রামে দীর্ঘ বছর ধরে যারা পাহাড়ে বসবাস করছে, কাগজ না থাকলেও তারাই ভূমিপূত্র। নতুন করে কেউ নামে বেনামে কাগজ এনে পূর্বে বসবাসরতদের উচ্ছেদ করতে চাইলে তা শক্ত হাতে প্রতিহত করবে প্রশাসন। পার্বত্য এলাকায় কোন ভূমিদস্যুদের আশ্রয় দেয়া হবে না। সরকারী যত সুযোগ সুবিধা রয়েছে তা পাহাড়ের উন্নয়নের জন্য কাজ করা হবে।

 

অনুষ্ঠানে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় আবারো ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাহাড়ের উন্নয়নে বিশেষ নজর রয়েছে। তাই দেশের চলমান উন্নয়নকে ধারাবাহিক রাখতে নৌকা ছাড়া বিকল্প নাই। যোগাযোগ, বিদ্যুৎ, স্বাস্থ্য সেবা, শিক্ষা বিস্তার ও খাদ্যে আজ স্বয়ংসম্পূর্ণ পাহাড়ের মানুষ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত