খাগড়াছড়িতে বুদ্ধ পূর্নিমা উদযাপিত

Published: 29 Apr 2018   Sunday   

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্বীর্যে রোববার খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে শুভ বৈশাখী (বুদ্ধ)পূর্ণিমা। 

 

দিনটি উপলক্ষে খাগড়াছড়ি সদরের ধর্মপুর আর্যবন বিহারের বিহারধ্যাক্ষ শ্রীমৎ ভদ্দজী মহাস্থবির কেক কেটে অনুষ্ঠানে শুভ সুচনা করেন। এতে অনুষ্ঠানমালার মধ্যে ছিল বিশ্বের সকল প্রানীর মঙ্গল কামনায় পঞ্চশীল প্রার্থনা ও গ্রহন, সংঘ দান,অষ্ট পরিস্কার দান বুদ্ধ মুর্তি দান,হাজার প্রদীপ দান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দান ও ধর্মী আলোচনা।  বিকেলে পঞ্চশীল প্রার্থনা ও গ্রহনের পর হাজার প্রদীপ প্রজ্জলন ও আকাশ বাতি(ফানুস) উড়ানো হয়।


ধর্মী আলোচনা সভায় ভিক্ষুরা বলেন, বর্তমান বিশ্বে শান্তি ও মঙ্গল প্রতিষ্টার জন্য বুদ্ধে প্রদর্শিত নীতি অনুসরন করা উচিত। বুদ্ধের নির্দেশিত ধর্মাচার ও নীতি পালন করার জন্য উপস্থিত বৌদ্ধ নর-নারীদের প্রতি ধর্মাপোদেশ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত