বিলাইছড়িতে ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে নবরত্ন সূত্রপাঠ

Published: 28 Apr 2018   Saturday   

শনিবার  বিলাইছড়ি উপজেলার ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে নবরত্ন সূত্রপাঠ, বৈশাখী পূর্ণিমা (বুদ্ধ পূর্ণিমা) ও বিভিন্ন দানীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

ধর্মীয় অনুষ্ঠানে প্রথম পর্ব সকালে বৈশাখী পূর্ণিমা (বুদ্ধ পূর্ণিমা) উপলক্ষে বুদ্ধ পূজা, সংঘ দান, অষ্টপরিস্কার দান, বুদ্ধ মূর্তি দান ও বিভিন্ন দানীয় সামগ্রী দান করা হয়।  বিকালে  দ্বিতীয় পর্বে অর্থাৎ নবরতœ বা নবগ্রহ সূত্রপাঠ অনুষ্ঠান শুরু করা হয়।

 

অনুষ্ঠানে নবরতœ বা নবগ্রহ সূত্রপাঠ বিভিন্ন ভয়, উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য এবং জগতের সকল প্রাণীর হীত ও মঙ্গলের জন্য পাঠ করা হয়। যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। বৌদ্ধ ভিক্ষুরা এক সংঘ (কমপক্ষে চার জন) মিলে সমবেত সুরে এই সূত্রপাঠ করেন।

 

 বিভিন্ন বৌদ্ধ বিহার থেকে আগত অনুত্তর পূণ্যক্ষেত্র বৌদ্ধ ভিক্ষু সংঘ পৃথিবীর সকল প্রাণীর হিত ও মঙ্গলের জন্য সমবেত সুরে নবরত্ন বা নবগ্রহ সূত্রপাঠ করে শুনান। এবং নবরত্ন বা নবগ্রহ সুত্রপাঠ শ্রবণ ফল ও বিভিন্ন দানের ফল সম্পর্কে উপস্থিত দায়ক দায়িকাদের উদ্দেশ্যে মূল্যবান ধর্মীয় দেশনা প্রদান করেন। সন্ধ্যায় ফানুস উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত