খাগড়াছড়িতে নানা কর্মসুচীর মধ্যেদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

Published: 28 Apr 2018   Saturday   

সারাদেশের মত খাগড়াছড়ি পার্বত্য জেলায় নানা কর্মসুচীর মধ্যে দিয়ে শনিবার জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

 

জজকোর্ট প্রাঙ্গনে শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদার) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন। র‌্যালীটি শহরের আদালত সড়ক,শাপলা চত্বরসহ গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিণ করে অফিসার্স ক্লাব প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।


পরে জেলা জজ রতেœশ্বর ভট্টাচার্য্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। বক্তব্য রাখেন যুগ্মজেলা জজ ও লিগ্যাল এইড অফিসার খোরশেদ আলম সিকদার, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জয়নুল আবেদীন ,জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আশুতোষ চাকমা, পিপি এডভোকেট বিধান কানুনগো প্রমুখ।
এর আগে ফি ব্লাড গ্রুপিং এর উদ্বোধন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত