বিলাইছড়িতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন

Published: 25 Apr 2018   Wednesday   

ম্যালেরিয়া নির্মুলে প্রস্তুত আমরা-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিলাইছড়ি উপজেলায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক এর আয়োজনে বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল। বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের কর্মকর্তা মাসুদ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির বিলাইছড়ি শাখার ম্যানেজার বিরো চাকমা ও বিলাইছড়ি থানার এস আই মনির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, বিরো চাকমা এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির পিও রিকো কান্তি খীসা। এর আগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়কে প্রদক্ষিণ করে।


আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মোট তেরটি জেলায় ম্যালেরিয়া রয়েছে। তার মধ্যে তিন পার্বত্য জেলার অবস্থা বেশি প্রকট। তবে সরকার ও ব্র্যাক সমন্বয় কার্যক্রমের মাধ্যমে আগের তুলনায় রোগীর সংখ্যা ও মৃত্য হার অনেক কমে এসেছে।


বক্তারা আরো বলেন, ম্যালেরিয়া পুরোপুরি নির্মূল করতে হলে জনগণকে আরও সচেতন হতে হবে। তাই বাড়ির আঙিনা ও আশেপাশের এলাকায় মশার জন্ম স্থান ধ্বংস করা ও ব্র্যাক কর্তৃক প্রদত্ত কীটন্শাকযুক্ত মশারী নিয়মিত ব্যবহার করতে হবে। জ্বর হলে রক্ত পরিক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে নিয়মিত ঔষুধ সেবন করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত