লামায় বন্য হাতির আক্রমণে গুরুতর আহত ১

Published: 22 Apr 2018   Sunday   

বন্য হাতির আক্রমণে লামার ইয়াছা এলাকায় অবস্থিত জীনামেজু অনাথ আশ্রমের পরিচালক উ: নন্দমালা ভিক্ষু গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার সময় লামা-চকরিয়া সড়কের সংরক্ষিত বনাঞ্চল রিংভং এলাকায়  এ ঘটনা ঘটে।

 

উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকা ইউপি সদস্য মোঃ শহীদুজ্জান জানান , ইয়াংছা জীনামেজু আশ্রমের পরিচালক উ: নন্দমালা ভিক্ষু  রোবার সকাল ৯টার দিকে আশ্রমের কাজে মোটর সাইকেল যোগে চকরিয়া যাচ্ছিলেন। এসময় সড়কের কুমারী ব্রীজ যাওয়ার পথে রিংভং সংরক্ষিত বন এলাকায় পৌঁছলে বন্যহাতির পালের কবলে পড়েন। এ সময় একটি বন্যহাতির এগিয়ে এসে ছুড় দিয়ে আছাড় মারে। এতে তার মাথায় লাগলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলার মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন।

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন সত্যতা স্বীকার করে জানান, অনাথ আশ্রমের পরিচালক উ: নন্দমালা ভিক্ষুর  বুকের দু`টি হাড় ভেঙ্গে গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত