খাগড়াছড়ি শহর পরিদর্শনে ৩৬ পৌর মেয়র

Published: 22 Apr 2018   Sunday   

রোববার খাগড়াছড়ি পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন দেশের ৩৬ টি প্রথম শ্রেণীর পৌর মেয়র ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

সকালে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম আগত মেয়র ও কর্মকর্তাদের নিয়ে পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকা- পরিদর্শন করেন।  এসময় সম্পন্ন হওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করা হয়।

 

উন্নয়ন কর্মকা- পরিদর্শন শেষে খাগড়াছড়ি পৌরসভার হল রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় খাগড়াছড়ি পৌরসভায় চলমান বাস্তাবায়িত ৫২ কোটি টাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পৌর মেয়র মো: রফিকুল আলম বিস্তারিত তুলে ধরেন। প্রকল্প পরিচালক এ.কে.এম. রেজাউল ইসলামের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. ইব্রাহিম  ও এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: শফিকুল ইসলাম আকন্দ।

 

কর্মশালায় নগর উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা, জলবদ্ধতা নিরসনসহ জনবান্ধন প্রকল্প নির্বাচনে মেয়রদের প্রতি আহ্বান জানানো হয়।

 

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের এডিবি,ওমফআইডি এর সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (ইউজিআইআইপি-৩ প্রকল্প) প্রকল্পের আওতায় ‘খাগড়াছড়ি পৌরসভার ৫২ কোটি টাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের  বাস্তবায়ন কাজ চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত