মহালছড়িতে সাংগ্রাইং উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহি খেলাধূলার উদ্বোধন

Published: 13 Apr 2018   Friday   

খাগড়াছড়ির মহালছড়িতে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহি প্রধান উৎসব “সাংগ্রাইং” উদযাপন উপলক্ষে শুক্রবার সিঙ্গিনালা শাপলা সংঘের উদ্যোগে খেলাধূলার আয়োজন করা হয়।


সিঙ্গিনালা শাপলা সংঘের প্রাঙ্গনে ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠান উদ্বোধন করেন আমেরিকান সিনিয়র সাইনটিষ্ট মংসানু মারমা’র পিতা ও সিঙ্গিনালার প্রবীণ শিক্ষক মংচাইওরী মারমা। এসময় উপস্থিত ছিলেন, শাপলা সংঘের প্রতিষ্ঠাতা মংসাগ্য মারমা, গ্রাম প্রধান থৈঅংজাই কার্বারী, মুবাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মংরে মারমা, সাধারণ সম্পাদক অংসাথোয়াই মারমা, শাপলা সংঘের সভাপতি আনুমং মারমা, থুইসাপ্রু মারমাসহ অনেকে।

 

তিন দিন ব্যাপী এ খেলাধূলার মধ্যে মারমাদের একমাত্র ঐতিহ্যবাহি খেলা ‘ঘিলা খেলা’ ও ‘পানি খেলা’ অন্যতম। এছাড়াও ছোট বড় সবার জন্য বিভিন্ন ধরণের খেলার আয়োজন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত