রাঙামাটিতে হোমিওপ্যাথিক কলেজ স্থাপনের দাবী

Published: 10 Apr 2018   Tuesday   
no

no

হোমিওপ্যাথিকজনক ডা.স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৩ তম জন্ম দিবস ও ডা. রুপম দেওয়ান আর্ন্তজাতিক মাতৃভাষা পদক লাভে মঙ্গলবার রাঙামাটিতে সবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মর্ডান হোমিও ক্লিনিক কার্যালয়ে কেন্ট হোমিও ফার্মেসী এমএক্সএন সেন্টারের আয়োজনে আলোচনা সভায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। আর্ন্তজাতিক মাতৃভাষা পদক প্রাপ্ত ডা. রুপম দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডা. অমলেন্দু বিকাশ চাকমা, ডা. আব্দুল হামিদ, সাংবাদিক সত্রং চাকমা। স্বাগত বক্তব্যে দেন কেন্ট হোমিও ফার্মেসী এমএক্সএন সেন্টারের প্রধান ডা.বুদ্ধ চন্দ্র চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা.বকুল বিকাশ দেওয়ান। এ সময় রাঙামাটির হোমিও চিকিৎসকরাসহ গণ্যমাান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় আর্ন্তজাতিক মাতৃভাষা পদক প্রাপ্ত ডা. রুপম দেওয়ানকে রাঙামাটিতে হোমিও চিকিৎসকদের পক্ষ থেকে সবর্ধনা দেয়া হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, রাঙামাটিতে অনেক জটিল রোগের রোগী স্বপ্ল মূল্য হোমিওপ্যাথিক চিকিৎসায় উপকার পেয়েছেন। বিশেষ করে এখানকার গরীব ও সাধারন মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে জটিল রোগ থেকে মুক্তি পাচ্ছেন। তাই রাঙামাটিতে একটি হোমিওপ্যাথিক কলেজ স্থাপন করা একান্ত প্রয়োজন।


বক্তারা আরো বলেন,রাঙামাাটিতে বিশিষ্ট চিকিৎসক ডা. রুপম দেওয়ানকে চিকিৎসার ক্ষেত্রে ইউনাইটেড মুভমেণ্ট হিউম্যান রাইটস থেকে পদক দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে ডা. রুপম দেওয়ানের নেতৃত্বে রাঙামাটিতে হোমিওপ্যাথিক চিকিৎসাকে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসায় এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


প্রধান অতিথির বক্তব্যে প্রকৃতি রঞ্জন চাকমা বলেন, হোমিও চিকিৎসায় সাধারন মানুষ স্বপ্ল মূল্য চিকিৎসকরা চিকিৎসা করে আসছেন এবং রোগীরা আরোগ্য লাভের ক্ষেত্রে অনেক জটিল রোগের রোগী মুক্তি পাচ্ছেন। তিনি রাঙামাটিতে একটি হোমিও প্যাথিক কলেজ স্থাপনের জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষন করেন।


সংবর্ধিত অতিথি ডা. রুপম দেওয়ান হোমিওপ্যাথিক চিকিৎসাকে আধৃনিক বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা করার জন্য সকল চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে মান সম্মত করতে হলে অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা মন্ত্রনালয় প্রয়োজন। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে হোমিওপ্যাথিক চিকিৎসা মন্ত্রনালয় করার জন্য দাবী জানান।


উল্লেখ্য, গেল ৯ ফ্রেব্রুয়ারী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে ইউনাইটেড মুভমেণ্ট হিউম্যান রাইটস থেকে রাঙামাটির বিশিষ্ট চিকিৎসক ডা. রুপম দেওয়ান আর্ন্তজাতিক মাতৃভাষার পদক তুলে দেয়া হয়। এতে সুপ্রিম কোর্টের বিচারপতি মোকবুল সিকদার এ পুরুস্কার তুলে দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত