বিলাইছড়িতে আহমদ আলী সওদাগরের ১ম মৃত্যু বার্ষিকী পালিত

Published: 08 Apr 2018   Sunday   

শিক্ষক ও সাংবাদিক জসীম উদ্দিন তালুকদারের পিতা মরহুম আহমদ আলী সওদাগরের রোবববার ১ম মৃত্যু বার্ষিকী। ২০১৭ সালের ৮ এপ্রিল রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলা সদরে নিজ বাড়িতে তিনি ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তিনি ১৯৩১ খ্রিস্টাব্দের ৫ মার্চ তারিখে চট্রগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা গ্রামে জন্ম গ্রহণ করেন।

 

মরহুম আহমদ আলী সওদাগর ষাটের দশকের পূর্ব থেকে স্বাধীনতার পূর্ববর্তী সময় পর্যন্ত বিলাইছড়ির রাইংখ্যংসহ কাপ্তাই লেকের তীরবর্তী রাঙামাটির বিভিন্ন এলাকায় বেশ সুনাম ও প্রতিপত্তির সাথে কাঠের ব্যবসা করেছিলেন। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বিলাইছড়িতে তাঁর বাসার ব্যাপক ক্ষতি করে তাঁর নিজস্ব ২টি স্পিড বোট পাকিস্তানী হানাদার বাহিনী নিয়েগিয়েছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে আশি ও নব্বই এর দশকে তিনি শুভলং-ফকিরাছড়ি ও রাইংখ্যং এলাকায় কাঠের ব্যবসা করেন এবং বিলাইছড়ি সদরে জনপ্রতিনিধি ছিলেন।

 

মরহমের ১ম মৃত্যু বার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে বিলাইছড়ি উপজেলা সদর জামে মসজিদ সংলগ্ন কবর স্থানে মরহুমের কবর জিয়ারত, বাড়িতে খতমে কোরআন ও মিলাদ মাহফিল এবং এতিম,দুঃস্থ,স্বজন ও স্থানীয়দের মাঝে  ভোজের আয়োজন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত