কাপ্তাইয়ে লাইসেন্সবিহীন গাড়ী চালানোর অপরাধে ২১ টি হালকা যানবাহনের বিরুদ্ধে মামলা

Published: 07 Apr 2018   Saturday   

শনিবার কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন গাড়ী চালানোর অপরাধে ২১ টি হালকা যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

 

জানা যায়, শনিবার কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এর নেতৃত্বে  ভ্রাম্যমান আদালত উপজেলা সদর এবং আনসার ক্যাম্প এলাকায় লাইসেন্সবিহীন গাড়ী চালানোর অপরাধে ২১ টি হালকা যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে আদালত ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এতে কাপ্তাই থানার সহকারী পুলিশ পরিদর্শ পুলক কুমার আচার্য্য,উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের পেশকার মো: আলাউদ্দিন ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম জানান মোটারযান অধ্যাদেশ ১৯৮৩এর ১৩৮ধারায় লাইসেন্স বিহীন সিএনজি এবং মোটর বাইক চালানোর অপরাধে ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ৫০০টাকা করে জরিমানা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত