আড়াই কোটি টাকার ব্যয়ে কাচলং শিশু সদনের ছাত্রাবাস ও বাউন্ডারী ওয়ালের ভিত্তি প্রস্তর স্থাপন

Published: 06 Apr 2018   Friday   

শুক্রবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের কাচালং শিশু সদনের ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।


ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এসময় কাচালং শিশু সদনের প্রধান সাদা মনের মানুষ হিসেবে খ্যাত তিলোকান্দ মহাথেরো ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী হোসেন, জেলা যুবলীগের তথ্য ও বিজ্ঞান সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দীলিপ কুমার দাশ,সাধারণ সম্পাদক আবদুল মাবুদ যুবলীগের সাধারন সম্পাদক জগৎদ দাশ , উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ এমরান ও সাধারণ সম্পাদক ইসতিয়াকসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


জেলা পরিষদের সহায়তায় আড়াই কোটি টাকার ব্যয়ে কাচালং শিশু সদনের ছাত্রাবাস ও বাউন্ডারী ওয়াল নির্মাণ করা হবে।


ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পরিষদ চেয়ারম্যান কাচলং নদীর বারবিন্দু ঘাট এলাকায় ভাঙ্গন রোধ প্রকল্পসহ চলমান কাজ পরিদর্শন করেন।


ভিত্তির প্রস্তর স্থাপনকালে পরিষদ চেয়ারম্যান এলাকাবাসীর কাছে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত