কাপ্তাইয়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরণ

Published: 04 Apr 2018   Wednesday   

বুধবার কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের তত্বাবধানে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

 

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সভাপতি হিসাবে উপস্হিত থেকে বিজয়ীদের মধ্য সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম।  এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা নাদির আহমেদ, প্রতিযোগিতার বিচারক উপজেলা একাডেমিক সুপারভাইজার সোসেল চাকমা, কর্ণফুলি ডিগ্রি কলেজে পদার্থ বিভাগের প্রভাষক মিজারুল ইসলাম, বিএসপিআই এর কম্পিউটার বিভাগের ইন্সট্রাক্টর প্রকৌশলী তারিকুল ইসলাম,ইংরেজী বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস এবং বড়ইছড়ি কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া উপস্হিত ছিলেন।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ জানান প্রতিযোগিতায় ৩ টি গ্রুপে ৪ টি বিষয়ে বছরে ১২ জন মেধাবী শিক্ষার্থী নির্বাচন করে সনদপত্র বিতরন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত