খাগড়াছড়ির পানছড়িতে এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিন মঙ্গলবার শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষা হলে নকল করার অভিযোগে এক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্রের দিনে পানছড়ি সরকারী ডিগ্রী কলেজ পরীক্ষা হল পরিদর্শন করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম । এসময় হলে একজন শিক্ষার্থী নকল করার অভিযোগের কারনে ওই মানবিক বিভাগের শিক্ষর্থীকে বহিস্কার করেন। এছাড়া কেন্দ্রের পাশে পরীক্ষা চলাকালীন সময়ে দোকান খোলা রাখার দায়ে কেন্দ্রের পাশে দোকানদারকে দন্ডবিধি ১৮৬ ও ১৮৮ ধারা মতে ৭০০টাকা জরিমানা করা হয়েছে।
পানছড়ি সরকারী ডিগ্রী কলেজে কেন্দ্রের হল সুপার নোন্টু চাকমা এর সত্যতা নিশ্চিত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.