এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে রাঙামাটিতে কেন্দ্রে কেন্দ্রে কলেজ ছাত্রলীগের অবস্থান

Published: 03 Apr 2018   Tuesday   

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে রাঙামাটিতে মঙ্গলবার বিভিন্ন পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে কেন্দ্রে ছাত্রলীগের অবস্থান ও শিক্ষার্থীদের পরীক্ষা রুটির বিতরণ করা হয়েছে।


রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে রাঙামাটিতে এইচএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন প্রলোভন কেউ দেখাচ্ছে কিনা। অযথা কেউ ঘুরা ফেরা করছে কিনা এসব বিষয়ে প্রশাসনের পাশাপাশি কেন্দ্রে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতারা।


এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা শেষে রাঙামাটি সরকারি কলেজ ও রাঙামাটি সরকারি মহিলা কলেজে, ছাত্রলীগের পক্ষথেকে পরীক্ষার্থীদের মাঝে রুটিন বিতরণ করা হয়। এতে কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন। এসময় রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা, সাধারণ সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।


রুটিন বিতরণকালে ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার প্রশ্নপত্র ফাঁস। এই প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। তাই প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত