ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Published: 02 Apr 2018   Monday   

সোমবার কাপ্তাই ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য  ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বিদ্যালয় হর রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেডম্যান অরুন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা,  ইউপি সদস্য শ্যামল তংচংগ্যা,  স্কুল পরিচালনা কমিটির সদস্য রুপেন্দু তংচংগ্যা,  সাংবাদিক ঝুলন দত্ত। স্কুলের সহকারী শিক্ষক কল্যান তংচংগ্যার সঞ্চালনায় আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সুবিমল তংচংগ্যা। 

 

প্রধান অতিথির বক্তেব্য রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা বলেন, সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আসছে, আজকে শিক্ষার্থীরা সুনাগরিক হিসাবে গড়ে তুলে আগামীতে দেশকে নেতৃত্ব দেবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত