খাগড়াছড়িতে প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ও কার্যকর পদক্ষেপের দাবীতে মানববন্ধন

Published: 01 Apr 2018   Sunday   

পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ও ফাঁস রোধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবীতে রোববার খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি জেলা শাখার উদ্যোগে  মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, প্রফেসর বোধিসত্ব দেওয়ান, ইন্দ্রা দেবী চাকমা, নারী নেত্রী লালসা চাকমা, শিল্পী আবুল কাশেম, সাংবাদিক আবু দাউদ, টিআইবির এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান আখন্দ, দহেন বিকাশ ত্রিপুরা প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা দেশে প্রশ্ন ফাঁস মহামারি আকার ধারন করেছে উল্লেখ করে বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে না পারলে জাতি ধ্বংস হয়ে যাবে। মেধার মুল্যায়ন করা না হলে বাংলাদেশ ভবিষ্যতে অন্ধকারে ডুবে যাবে বলে মন্তব্য করেন।

 

বক্তারা আরো বলেন, আগামী  ২ এপ্রিল থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে এ পরীক্ষা হচ্ছে একজন শিক্ষার্থী  উচ্চ শিক্ষা গ্রহনের দুয়ার, তাই যে কোন মূল্যে এ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার রোধ করার জন্য সরকারের কাছে দাবী জানান।

 

বক্তারা অবিলম্বে প্রশ্ন ফাঁস ঠেকাতে কার্যকরী ব্যবস্থা গ্রহন ও ফাঁসের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দেয়ার দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত