মহালছড়িতে ভদন্ত খেমাচারা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

Published: 30 Mar 2018   Friday   

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা গ্রামের মহামুনি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ প্রয়াত ভদন্ত খেমাচারা মহাথেরোর শুক্রবার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। শেষ শ্রদ্ধা জানাতে হাজারো পূণ্যার্থীর ঢল নেমেছে। বিভিন্ন সম্প্রদায়ের হাজারো লোকের সমাগমে এক মিলন মেলায় পরিণত হয়েছে।


সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে মহামুনি বৌদ্ধ বিহারে দিন ব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বিভিন্ন বিহার থেকে আগত শতাধিক ভিক্ষুর মধ্যে প্রধান সংঘ নায়ক হিসেবে উপস্থিত ছিলেন, মনানন্দ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত শোভনা মহাথের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন উপ অধিনায়ক মেজর মেহেদি হাসান, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমাসহ হাজারো পূণ্যার্থীর সমাগম ঘটে। দিনের প্রথমার্ধে পঞ্চশীল গ্রহন, সংঘদান, বুদ্ধমূর্তি দানসহ নানাবিধ দানানুষ্ঠান করা হয়।


দ্বিতীয় পর্বে বিশ্ব শান্তি কামনায় ধর্মীয় দেশনা, ধর্মীয় আলোচনা, সোইং নৃত্যু ও বাজি ফাটিয়ে শ্মশানে আগুন দেওয়া হয়। দূরদুরান্ত থেকে আসা তৃষ্ণার্থ পূণ্যার্থীদের পিপাসা মেটাতে বিশুদ্ধ পানীয় লেবু ও তরমুজের শরবত দান করতে বিভিন্ন গ্রাম থেকে এসে যুবক-যুবতীরা পৃথক পৃথক স্থানে নিজস্ব ব্যানার নিয়ে অংশ নেন। পাহাড়ে বৌদ্ধ ধর্মালম্বীদের কোন বৌদ্ধ ভিক্ষু পরলোক গমন করলে বৌদ্ধ সম্প্রদায়েরা এভাবে বিদায় জানান ।


প্রসঙ্গত: প্রয়াত ভদন্ত খেমাচারা মহাথের ৭৯ বছর বয়সে গেল মাসের ৩ ফেব্রুয়ারী বার্ধক্যজনিত কারণে সিঙ্গিনালা গ্রামের মহামুনি বৌদ্ধ বিহারে পরলোকগত হন। তিনি ভিক্ষু অবস্থায় ৩১ (বর্ষাবাস) ওয়া পর্যন্ত মহামুনি বৌদ্ধ বিহারে অবস্থান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত