২ এপ্রিল নানিয়ারচর ও কাউখালীতে স্কুল-কলেজ ক্লাশ বর্জন কর্মসূচির ঘোষণা

Published: 30 Mar 2018   Friday   

রাঙামাটিতে অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে উদ্ধারের দাবীতে নানিয়ারচরে আয়োজিত সমাবেশের ওপর হামলা ঘটনার প্রতিবাদে আগামী ২ এপ্রিল নানিয়ারচর ও কাউখালী উপজেলায় সকল স্কুল-কলেজ বর্জনের ঘোষনা দিয়েছে তিনটি সংগঠন। 

 

শুক্রবার হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এই কর্মসূচি ঘোষনা করা হয়েছে।


উল্লেখ্য, গেল ১৮ মার্চ রাঙামাটির কুতুকছড়ির আবাসাকি এলাকা থেকে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমাকে দুর্বৃত্তরা অপহরণ করে। এসময় দুর্বৃত্তদের গলিতে গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্ম সিং চাকমা আহত হন।


প্রেস বার্তায় অভিযোগ করা হয়, অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি ও দয়াসোনা চাকমাকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে গতকাল দুপুরে নানিয়ারচর কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশের আয়োজন। এতে সমাবেশে আসা লোকজনের উপর বিনা উস্কানিতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা হামলা ও বেধড়ক লাঠিপেটা করে। এতে কয়েকজনও আহত হয়েছেন। শুধু তাই নয় ঢাকা থেকে সমাবেশে সংহতি জানাতে আসা বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস পপি, নারী সংহতির সদস্য শাহিদা হক, বিপ্লবী নারী মুক্তির আহ্বায়ক নাসিমা নাজনীন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি এমএম পারভেজ লেলিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর সাংগঠনিক সম্পদক মাসুদ রানা ও ছাত্র ফেডারেশন-এর (গণসংহতি) শওকত এবং হিল উইমেন্স ফেডারেশন-এর জেলা কমিটির সদস্য রনিকা চাকমা ও স্পীড বোট ড্রাইভার জনি চাকমাকে থানায় আটকে রাখা হয়।


প্রেস বার্তায় হামলার প্রতিবাদে ও অপহৃতদের অবিলম্বে উদ্ধারের দাবিতে আগামী ২ এপ্রিল নানিয়ারচর ও কাউখালী উপজেলায় সকল স্কুল-কলেজে ক্লাশ বর্জন কর্মসূচি পালিত হবে। তবে এইচএসসি পরীক্ষা-পরীক্ষার্থীরা কর্মসূচির আওতামুক্ত থাকবে। একই সাথে প্রেস বার্তায় সমাবেশে ওপর হামলা ঘটনায় জড়িতদের আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত