খাগড়াছড়িতে চেঙ্গী ওপেন গলফ টুর্নামেন্ট পুরস্কার ও ট্রফি বিতরণ

Published: 28 Mar 2018   Wednesday   

বুধবার খাগড়াছড়ি সেনানিবাসে চেঙ্গী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে প্রথম চেঙ্গী ওপেন গলফ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষে চুড়ান্ত খেলায় ২৫জন খেলোয়াে অংশ গ্রহন করেন। চুড়ান্ত খেলায় গলফার মো: রাজু চ্যাম্পিয়ন, মো: নাজিম উদ্দিন প্রথম রানার আপ, মো: রিপন দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন।

 

বুধবার বিকেল ৩টায় খাগড়াছড়ি চেঙ্গী গল্ফ এন্ড কান্ট্রি  ক্লাবের সহ-সভাপতি ও  রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন।

 

এসময় বাংলাদেশ প্রফেশনাল গলফার এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন, পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরীসহ সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য গেল ২৬ মার্চ বাংলাদেশ প্রফেশনাল গলফ এসোসিয়েশনের ৪৩জন গলফার ১০টি দলে এই ওপেন গলফে অংশ গ্রহন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত