আগামী প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে-দীপংকর তালুকদার

Published: 28 Mar 2018   Wednesday   

আগামী প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ, তারাই ভবিষ্যত বাংলাদেশ গড়বে।দেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী প্রজন্ম যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সেজন্য শিক্ষাখাতে ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে।

 

বুধবার চন্দ্রঘোনা ইউনিয়নাধীন বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ছাত্রাবাসের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আ`লীগ সভাপতি দীপংকর তালুকদার একথা বলেন।

 

আলোচনা সভার আগে তিনি বিদ্যালয়ের নব নির্মিত ছাত্রাবাসের শুভ উদ্ভোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রসিদ কাদেরী,রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আ`লীগ সা : সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মং মারমা,জেলা আ`লীগ সাংগঠনিক সম্পাদক মো: মফিজুল হক, উপজেলা আ`লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি খুরশিদ আলম কাদেরী, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ`লীগ সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউনিয়ন আ` লীগ সভাপতি মো: ইলিয়াছ, সা: সম্পাদক কামরুল ইসলাম, কাপ্তাই থানার ওসি সৈয়দ মো: নুর,উপজেলা যুবলীগ সভাপতি মো: নাছির উদ্দিন, কাপ্তাই আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আশফাকুর রহমান মুজিব,জেলা পরিষদের প্রধান প্রকৌশলী এরশাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া সহ বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, আ` লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। 

 

ছাত্রাবাস উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রসিদ কাদেরীর সভাপতিত্বে।

 

সভায় প্রধান অতিথি   আরো বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরন ঘটেছে।

 

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ` লীগ সাংগঠনিক সম্পাদক মো: মফিজুল হক, জেলা পরিষদ সদস্য থোয়াই চিং মং মারমা,  উপজেলা আ` লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, মানবাধিকার নেতা খুরশিদ আলম কাদেরী, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক রাজেশ ভট্যাচার্য।প্রসংগত,রাঙামাটি জেলা পরিষদের আর্থিক সহায়তায় প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে ২০১৫-২০১৮ অর্থ বছরে কাজটি সম্পন্ন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত