রাঙামাটিতে দৈনিক আমাদের সময়ের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Published: 28 Mar 2018   Wednesday   

দৈনিক আমাদের সময়ের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপক্ষে বুধবার রাঙামাটিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

শহরের বনরূপায় রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামে সর্বপ্রথম দৈনিক গিরিদর্পণ’র সম্পাদক ও বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমদ, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক রাঙামাটি’র সম্পাদক ও রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। সভা সঞ্চালনা করেন দৈনিক আমাদের সময়’র রাঙামাটি প্রতিনিধি জিয়াউর রহমান জুয়েল।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ফজলুর রহমান রাজন, দৈনিক পূর্বদেশ’র প্রতিনিধি এম কামাল উদ্দিন, একুশে টেলিভিশন ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার সত্রং চাকমা, দৈনিক প্রথম আলো’র সাধন বিকাশ চাকমা, গাজী টেলিভিশনের মিল্টন বাহাদুর, ইউএনবির অলি আহমদ, এশিয়ান টেলিভিশনের আলমগীর মানিক, রাঙামাটি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপ্ত হান্নান, একাত্তর টেলিভিশনের উসিংছা রাখাইন কায়েস ও বিজয় টেলিভিশনের মেহেদী হাসান সোহাগ প্রমুখ। আলোচনা সভা শেষে  প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

 

অনুষ্ঠানে বক্তারা পার্বত্য চট্টগ্রামের জীবনধারা, সংস্কৃতি, উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবে দৈনিক আমাদের সময় প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন,পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে নেতিবাচক ধারণা দুর করতে ভূমিকা রাখবে। একইসাথে পাহাড়ের সত্য ও সঠিক প্রতিচ্ছবি প্রকাশ করে জাতির সামনে নতুন করে পরিচিত করবে এ দৈনিকটি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত