উন্নয়নশীল দেশ উন্নীত হওয়ায় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের বর্নাঢ্য র‌্যালী

Published: 28 Mar 2018   Wednesday   

স্বপ্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ উন্নীত হয়ে নতুন যুগের সূচনা করায় বুধবার রাঙামাটির অন্যতম বিদ্যাপীঠ লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়েছে।

 

র‌্যালীটি রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপার পেট্রোল পাম্প চত্বর ঘুরে গিয়ে আবারো স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

 

র‌্যালীর নেতৃত্ব দেন রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  নাসনিন নাহার।  এসময়  স্কুলের উপাধ্যক্ষ বৈশালী রায়, সিনিয়র শিক্ষক ও র‌্যালী অনুষ্ঠানের আহ্বায়ক লিটন দেব প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যালীতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত