লামায় সড়ক দূর্ঘটনায় ২ সেনা সদস্য আহত

Published: 27 Mar 2018   Tuesday   

বান্দরবানের লামায় আলীকদম ক্যান্টেন্টমেন্টের ৩৯বীরের স্কট পিকআপ গাড়ী ও গাছ গুড়ি বুঝাই পিক আপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ২ সেনা সদস্য আহত হয়েছেন। আহত সেনা সদস্যদের প্রথমে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তাদের আলীকদম সিএমএইচ হাসপাতালে নিয়ে যায় বলে লামা হাসপাতালেরর কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।  মঙ্গলবার দুপুর ২টার সময় লামা-ফাসিয়াখালী সড়কের মিরিঞ্জা নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।

 

আহত সেনা সদস্যরা হলেন, মোঃ মেজবাহ(৩০) পিতা- আব্দুলবারী, মোঃ শাহীন(৩৪)পিতা- মোতালেব। তারা বান্দরবান আলীকদম ক্যান্টেন্টমেন্টে ৫৭ বিগ্রেড এর ৩৯ বীরের সেনা সদস্য।

 

প্রত্যেক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, সেনাবাহিনীর একটি স্কট পিক আপ গাড়ি ও একটি বাস চকরিয়া হতে আলীকদম যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা (লামা থেকে চকরিয়া যাওয়া সময় একটি গাছের গুড়ি বুঝাই পিকআপ গাড়ীর সাথে মিরিঞ্জা বাকেঁ মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই সেনা সদস্য আহত হন। এ সময় সেনাবাহিনীর গাড়িটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায় এবং গাছের গুড়ি বোঝাই গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে উল্ট যায়। সেনা স্কট পিকআপ বিএ নং- ০৫৯৮১৯।

 

অপরদিকে গাছের গুড়ির পিক আপটি উল্টে রাস্তার পাশে চিটকে পড়ে উল্টে যায়। গাছের গুড়ি বোঝাই পিক আপ গাড়ির ড্রাইভার মো. হেলাল উদ্দিন পালিয়ে যায়।  ড্রাইভার হেলাল উদ্দিন চকরিয়া উপজেলার হাসেঁর দিঘি এলাকার মো. দেলোয়ারের ছেলে। গাছের গুড়ি বোঝাই পিকআপ নং- চট্টমেট্রো-ন ০০-১৭৮।

 

লামা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ কাসার আহমদ  জানান, দুপুর ২টা১০মিনিটের সময় সেনা বাহিনীর দু সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে  ভর্তি করা হয়েছে।  দু জনের মধ্যে মেজবাহ নামক সেনা সদস্যের কপালে তিনটি সেলাই দেয়া হয়েছে। পরে তাদের দুজনকে আলীকদম সিএমএইস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

লামা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন এ প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত