লংগদুতে আটক ইসলামী ছাত্রী সংস্থার ৭ কর্মীকে জেল হাজতে প্রেরণ

Published: 27 Mar 2018   Tuesday   

লংগদুতে নাশকতার অভিযোগে আটক ইসলামী ছাত্রী সংস্থার ৭ নারী কর্মীকে মঙ্গলবার  রাঙামাটির আদালতে হাজির করা হয়েছে। এতে আদালতের কাছে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তাদের জেল হাজতে  প্রেরণের নির্দেশ দেন ও দিয়ে আগামী ১ লা এপ্রিল মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেছেন।

 

উল্লেখ্য,গেল সোমবার রাঙামাটির লংগদু উপজেলার মুসলিম ব্লক এলাকার রাবেতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওসমান গণির বাসা থেকে নাশকতার উদ্দেশ্য গোপণে বৈঠক করার সময় ইসলামি ছাত্র সংস্থার ৭ জন নারী কর্মীকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণের জিহাদি জিহাদী বই, লিফলেট, চাদাঁ আদায়ের রশিদসহ  সরকার বিরোধী বই উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন শাহানাজ (২৭), নাছিমা আক্তার (৩০), মাহমুদা (২৯), তাহসিনা ফাতিমা (২৪), মিহতাহুল জান্নাত (২১), সাহিদা আক্তার (২৫) এবং  রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ও ওসমান গণির স্ত্রী ফাতেমা আক্তার মুন্নি(৩৮)। পুলিশের অভিযানের টের পেয়ে বাড়ীর মালিক ওসমান গনি পালিয়ে যেতে সক্ষম হয়।

 

লংগদু থানার মামলা তদন্তকারী কর্মকর্তা(আইও) মোঃ মহিউল ইসলাম জানান, রাঙামাটির লংগদু উপজেলার মুসলিম ব্লক এলাকা থেকে নাশকতার অভিযোগে ইসলামী ছাত্রী সংস্থার ৭ নারী কর্মীদের  আটক করা হয়। মঙ্গলবার দুপুরের দিকে আদালতের রাঙামাটির অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলীর আদালতে হাজির করা হয়েছে। এতে পুলিশ আদালতের কাছে আটককৃতদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়। তবে বিজ্ঞ আদালত  রিমান্ডের আবেদন না মঞ্জুর করে আটকৃতদের জেলা হাজতে প্রেরনের নির্দেশ দেন এবং আগামী ১ লা এপ্রিল মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেন।

 

তিনি আরো জানান, আটককৃতরা সবাই উচ্চ শিক্ষিতা। এদের মধ্যে একজন এমবিবিএসের ফাইনাল পরীক্ষা দিয়েছেন, একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে  মাষ্টার্সের শিক্ষার্থী ও রাঙামাটি সরকারী কলেজের অনার্সের শিক্ষার্থী রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত