রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এর ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুক্রবার সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে
রাবিপ্রবি’র জনসংযোগ বিভাগের দেয়া এক প্রেস বার্তায় বলা হয়, সকাল সাড়ে ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ বছর “এ” ইউনিটে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ৫০টি আসনের জন্য ৮০৮ জন এবং “বি” ইউনিটে ম্যানেজমেন্ট বিভাগে ৫০টি আসনের জন্য ৩২২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ভর্তি পরীক্ষায় “এ” ইউনিটে ভর্তিচ্ছু আবেদনকারী ৩২৪ জন এবং “বি” ইউনিটে ভর্তিচ্ছু আবেদনকারী ১৯৮ জন উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা দায়িত্ব পালনকারী সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রেস বার্তায় ভর্তি পরীক্ষার ফলাফল বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে (www.rmstu.edu.bd) প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.