নানিয়ারচরে জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

Published: 22 Mar 2018   Thursday   

বৃহস্পতিবার নানিয়ারচরের রামহরি পাড়ায় জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন, দুর্যোগ ঝুকি হ্রাস লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

 

মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ও আশিকার মানবিক উননয়ন কেন্দ্রের উদ্যোগে রামহরি পাড়া কেন্দ্রে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন ৯৭নং বগাছড়ি মৌজার হেডম্যান সুধীর বিহারী খীসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখল্প সমন্বয়ক বিমল কান্তি চাকমা। কর্মশালয় প্রশিক্ষক ছিলেন প্রকল্পের কর্মকর্তা চার্লি চাকমা ও মায়া চাকমা। দিন ব্যাপী কর্মশালায় প্রশিক্ষানার্থী হিসেবে রামহরি পাড়া,সুরিদাশ পাড়া, সৈয়েন্দর পাড়া, চৌধুরী ছড়ার ব্যবস্থপনা কমিটির ২৯ জন সদস্য অংশ গ্রহন করেন।

 

কর্মশালায় আবহাওয়া ও জলবায়ু, জলবায়ু পরিবর্থন, বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের নৈতিবাচক প্রভাব, প্রশমন, অভিযোজন, জলবায়ু পরিবর্তনের সাথে স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন প্রক্রিয়া ও কৌশল নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া কর্মশালায় জলবায়ু অভিযোজন ও দুর্যোগ ব্যবস্থপনায় স্থানীয় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান সমূহের ভূমিকা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য এবং আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড এবং বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

    --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত