বিলাইছড়িতে আইসিডিপি’র বিশেষ স্বাস্থ্য সেবা শুরু

Published: 22 Mar 2018   Thursday   

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তোরণের যোগ্যতা অর্জনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অধীন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি) বিলাইছড়ি উপজেলা কর্তৃক পাড়াকেন্দ্র সমূহে বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান, কিশোর-কিশোরী সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ক্রীড়ানুষ্ঠান শুরু করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কেংড়াছড়ি বাজার পাড়াকেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক প্রতিম দেওয়ান জানান, এ কর্মসূচি আগামী ২৬ মার্চ পর্যন্ত চলবে। পর্যায়ক্রমে উপজেলার সকল পাড়াকেন্দ্রে এ কর্মসূূচি বাস্তবায়িত হবে। স্বাস্থ্যসেবার জন্য সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্যকর্মী ও পরিবার পরিকল্পনা সহকারিগণকে সংযুক্ত করা হয়েছে।

 

তিনি আরও জানান, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পটি শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদানসহ স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে নিরলস ভূমিকা পালন করে আসছে। এ ক্ষেত্রে প্রকল্পের দাতাসংস্থা ও পৃষ্ঠপোষকদের ভূমিকা ও অবদান অগ্রগণ্য। চলমান ধারাবাহিকতায় প্রকল্পটি চলতে থাকলে ভবিষ্যতে শিশু শিক্ষাসহ সামাজিক উন্নয়নে আরও অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে।

    --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত