স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তোরণের যোগ্যতা অর্জনে বিলাইছড়িতে শোভাযাত্রা

Published: 22 Mar 2018   Thursday   

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের স্ট্যাটাসে বাংলাদেশের উত্তোরণের যোগ্যতা অর্জনে সারা দেশের ন্যায় বৃহস্পতিবার বিলাইছড়ি উপজেলায় ঐতিহাসিক সাফল্য উদযাপনে এক আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিস প্রাঙ্গন হতে আনন্দ শোভাযাত্রা  শুরু হয়ে  উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সভা কক্ষে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিজস্ব দপ্তরের ব্যানার নিয়ে উপজেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় সামিল হয় উপজেলা সমবায় বিভাগ, একটি বাড়ি একটি খামার ও পল¬ী সঞ্চয় ব্যাংক, বাংলাদেশ পল¬ী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)  এবং ইসলামিক মিশন বিলাইছড়ি উপকেন্দ্র।

 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা। উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় অমৃতসেন তঞ্চঙ্গ্যা ও মিজ শ্যামা চাকমা।

 

এ দিকে দিবসটি উপলক্ষে সদ্য প্রতিষ্ঠিত দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগেও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

 

আলোচনা সভার শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আসিফ ইকবাল এর মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের জন্য বেশ কয়েকজন উদ্যোক্তাকে ঋণ প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত